ছবি: এক্স থেকে নেওয়া।
খরগোশের বাচ্চাদের উপর নজর পড়েছে একটি বাজপাখির। তাদের ধরার জন্য লক্ষ্য স্থির রেখে ক্ষেতের উপর উড়ে চলেছে পাখিটি। উদ্দেশ্য একটাই, খরগোশের বাচ্চা শিকার করা। কিন্তু মা খরগোশ কিছুতেই তার বাচ্চাদের হিংস্র পাখির খাবার হতে দেবে না। ছানাদের বাঁচাতে প্রাণ হাতে নিয়ে মা খরগোশটি লড়াই করে ভয়ঙ্কর শিকারির সঙ্গে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাইলের পর মাইল ছড়িয়ে রয়েছে ফসল ভরতি ক্ষেত। সেই ক্ষেতের উপর একটি নির্দিষ্ট জায়গায় উড়ে বেড়াচ্ছে একটি বাজপাখি। পাখিটির লক্ষ্য স্থির। ভয়ঙ্কর শিকারি পাখিটির নজর পড়েছে কয়েকটি বাচ্চা খরগোশের উপর। পাখিটি তাদের শিকার করতে চায়। কিন্তু মা খরগোশ কোনও মতে পাখিটিকে তার লক্ষ্যপূরণ করতে দেবে না। ভিতু প্রকৃতির প্রাণী খরগোশটি তার পিছনের দু’পায়ের সাহায্যে দাঁড়িয়ে লড়ে চলল হিংস্র বাজপাখিটির সঙ্গে। বাজপাখিটি যখনই ক্ষেতের কাছে যাওয়ার চেষ্টা করছিল, তখনই খরগোশটি লাফিয়ে উঠে বাজপাখিটিকে তাড়াচ্ছিল। সামনের দু’পা ছুড়ে সে লড়ে চলল বাজপাখির সঙ্গে। বাজপাখিটি বহু বার চেষ্টা করল মা খরগোশকে টপকে তার সন্তানদের নিয়ে পালানোর। কিন্তু মা খরগোশ বাজপাখিটিকে কিছুতেই তার বাচ্চাদের কাছে ঘেঁষতে দিল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘নেচার ইজ় ব্রুটাল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বাচ্চাদের বাঁচানোর জন্য হিংস্র পাখির সঙ্গে মা খরগোশের এই লড়াই নেটাগরিকদের মনে ধরেছে।