Viral Video

বৃন্দাবনে দোল খেলতে গিয়ে মোবাইল চুরি, আমের শরবতের লোভে ফোন ফেরত দিল ‘চোর’! ভিডিয়ো ভাইরাল

বাড়ির নীচে দাঁড়িয়ে রয়েছেন তিন জন। রং মেখে রয়েছেন তাঁরা। নীচে দাঁড়িয়ে আমের শরবতের একটি প্যাকেট বাঁদরের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৪:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বৃন্দাবনে দোল খেলতে গিয়েছিলেন তরুণ। তাঁর হাতে দামি ফোন। তরুণ যখন দোল খেলতে ব্যস্ত, তখন তাঁর হাত থেকে ছোঁ মেরে ফোন চুরি করে নিয়ে পালাল বাঁদর। ফোন চুরি করে নিয়ে একটি বাড়ির উঁচু কার্নিশে গিয়ে বসল সে। ‘চোর’-এর পিছনে ধাওয়া করলেন তরুণ। বহু চেষ্টা করেও ফোন ফেরত পাচ্ছিলেন না তিনি। তার পর আমের শরবতের লোভ দেখিয়ে বাঁদরের কাছ থেকে ফোন ফিরে পেলেন তরুণ। শরবতের প্যাকেট পেয়ে ফোনটি রাস্তায় ছুড়ে ফেলে দিল বাঁদরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কার্তিক_রাঠৌর_১৩৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাড়ির কার্নিশে বসে রয়েছে এক বাঁদর। তার হাতে দামি ফোন। বাড়ির নীচে দাঁড়িয়ে রয়েছেন তিন জন। রং মেখে রয়েছেন তাঁরা। নীচে দাঁড়িয়ে আমের শরবতের একটি প্যাকেট বাঁদরের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

প্রথম চেষ্টা বিফলে গেলেও দ্বিতীয় চেষ্টায় বাঁদরটি খপ করে শরবতের প্যাকেটটি ধরে ফেলে। তার পর প্যাকেটটি মুখে চেপে রেখে ‘চুরি’ করা ফোনটি রাস্তায় ছুড়ে ফেলে দেয়। ‘চোর’-এর কাছ থেকে ফোন ফেরত পেয়ে যান তরুণ। বৃন্দাবনে দোল খেলতে গিয়েছিলেন ওই তরুণ। তাঁর হাতে দামি ফোন দেখে তা কেড়ে নিয়ে পালিয়ে গিয়েছিল বাঁদরটি। শরবতের লোভ দেখিয়ে সেই ফোন আবার ফেরত পান তরুণ।

Advertisement
আরও পড়ুন