Viral Video Of Mark Zuckerberg

মেটা-কর্তার হাতে বিশ্বের সবচেয়ে সরু ঘড়ি! সময় দেখার দামে কিনে ফেলা যাবে বিলাসবহুল ফ্ল্যাট

পরনে সাদা রঙের টি-শার্ট। গলায় ঝুলছে সোনালি রঙের লকেট দেওয়া চেন। এই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত যা যা কাজ হয়েছে তা বলছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪
মার্ক জ়াকারবার্গ।

মার্ক জ়াকারবার্গ। —ছবি: সংগৃহীত।

বিশ্বের সবচেয়ে সরু ঘড়ি। সময়ও দেখায় একেবারে নিখুঁত। সম্প্রতি মেটা-কর্তার হাতে সেই ঘড়ি দেখা গেল। ঘড়ির দাম শুনলেও চমকে যেতে হয়। শৌখিনীদের দাবি, এই ঘড়ির দামে কেনা যাবে বিলাসবহুল ফ্ল্যাটও। নিজের সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন মার্ক জ়াকারবার্গ (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

সপ্তাহখানেক আগে নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মার্ক নিজেই। তাঁর পরনে সাদা রঙের টি-শার্ট। গলায় ঝুলছে সোনালি রঙের লকেট দেওয়া চেন। এই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত যা যা কাজ হয়েছে তা বলছিলেন তিনি। আগামী বছরে মেটার তরফে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে কী কী কাজ করা হবে তা-ও জানান মার্ক। কথা বলতে বলতে এক বার হাত তুলে ফেলেন তিনি। তখনই নেটাগরিকদের নজর কাড়ে মার্কের হাতের ঘড়িটি।

ফ্যাশনপ্রেমীদের অধিকাংশের দাবি, মার্ক যে ঘড়িটি পরে রয়েছেন তা বালগারি অক্টো ফিনিসিমো আল্ট্রা সিওএসসি ব্র্যান্ডের। ঘড়িটির মূল্য ৫ লক্ষ ৯০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫ কোটি ৩৭ হাজার ৬১৩ টাকা। জানা গিয়েছে, পর পর দু’টি ক্রেডিট কার্ড রাখলে তা যতটা চওড়া হয়, এই ঘড়িটিও ঠিক ততটাই সরু। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘মার্ক জ়াকারবার্গের হাতেই এমন ঘড়ি মানায়।’’ আবার এক জন মজা করে বলেছেন, ‘‘এত দাম দিয়ে ঘড়ি কেনার কথা ভাবলেই আমার শরীর খারাপ লাগে।’’

Advertisement
আরও পড়ুন