ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রেমের সপ্তাহ চলে গিয়েছে বলে কি ভালবাসাও চলে গিয়েছে? কখনওই নয়। প্রেম নিবেদন করার কোনও নির্দিষ্ট দিন আদতে হয়ই না। ঠিক তেমনই প্রেম নিবেদন যে শুধু মানুষেরাই করতে পারে, সেই ধারণাও কিন্তু ঠিক নয়। আর পাঁচ জন তরুণের মতো প্রিয় ‘নারী’কে এক তোড়া ফুল দিয়ে প্রেম নিবেদন করল হাতি। পছন্দের ‘পুরুষের’ থেকে ফুল পেয়ে আনন্দে আত্মহারা হল হস্তিনী। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হাতি তার শুঁড়ের মধ্যে এক তোড়া ফুল পেঁচিয়ে এগিয়ে আসছে। সামনে দাঁড়িয়ে রয়েছে একটি হস্তিনী। হাতিটিকে দেখে হস্তিনী দুলতে লাগল। হাতিটি এগিয়ে এসে শুঁড়ে জড়ানো ফুলের তোড়াটি হস্তিনীর দিকে এগিয়ে দিল। হস্তিনী অত্যন্ত আমোদের সঙ্গে শুঁড়ের সাহায্যে হাতির থেকে ফুলের তোড়াটি গ্রহণ করল। এর পর একে অপরের দিকে শুঁড় তুলে নাচতে লাগল দু’জনে। হাতিটি শুঁড় দিয়ে হস্তিনীর শুঁড় পেঁচিয়ে ধরল। মিষ্টি প্রেম নিবেদনের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
‘অ্যানিম্যাল.কেয়ার_লাভ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। নেটাগরিকেরা নানা রকম মন ভাল করা মন্তব্য করে মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। হাতিদের ফুল বিনিময়ের এই মিষ্টি ঘটনাকে নেটাগরিকেরা ‘সেরা প্রেম নিবেদন’-এর আখ্যা দিয়েছেন।