Viral Video

গাড়ি চালানোর সময়ে হার্ট অ্যাটাক! মহারাষ্ট্রে একের পর এক গাড়িতে ধাক্কা মেরে মৃত্যু চালকের

শনিবার কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন ধীরজ। গাড়ি চালানোর সময় হার্ট অ্যাটাক হয় তাঁর। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িকে ধাক্কা মারতে থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:৪১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। কিন্তু গাড়ি চালানোর সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা দিতে থাকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি মহারাষ্ট্রের কোলাপুরে ঘটেছে। মৃতের নাম ধীরজ পাটিল (৫৫)। শনিবার কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন ধীরজ। গাড়ি চালানোর সময় হার্ট অ্যাটাক হয় তাঁর। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িকে ধাক্কা মারতে থাকে। সিসিটিভি ক্যামেরায় সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও।

‘ডেভ (রোড সেফটি: সিটি অ্যান্ড হাইওয়েজ়)’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, উড়ালপুলে ওঠার মুখে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উড়ালপুলের নীচের রাস্তায় চলে যায় গাড়িটি। রাস্তার ধারে কয়েকটি বাইক দাঁড় করানো ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই বাইকগুলিকে ধাক্কা দিতে দিতে এগিয়ে যায়। বাইকের সঙ্গে ধাক্কা লাগার ফলে গাড়িটি পিছনের দিকে ঘুরেও যায়।

পুলিশ সূত্রে জানা যায়, চালকের নিয়ন্ত্রণে না থাকার কারণে গাড়িটির সঙ্গে একটি অটো, একটি গাড়ি এবং একাধিক বাইকে ধাক্কা লেগেছে। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত করে জানা গিয়েছে যে, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে ধীরজের। পুলিশ এখনও এই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।

Advertisement
আরও পড়ুন