পোষ্যকে আঁকা শেখাচ্ছে সেই খুদে। ছবি: টুইটার।
বাধ্য পড়ুয়া পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্য কি আর সকলের হয়! নাহ্, বেশির ভাগেরই হয় না। খুদে মেয়েটিরও হয়নি। অনেক চেষ্টা করে, বুঝিয়ে সুঝিয়ে রং করাতে শেখাচ্ছিল সে। পড়ুয়া বড়ই অবাধ্য। কোনও আগ্রহই নেই। দেখে হেসে কুটিপাটি নেটাগরিকরা। কারণ পড়ুয়া এক বিড়াল।
ভিডিয়োতে দেখা গিয়েছে, টেবিলের সামনে বসে রয়েছে খুদে। সামনে আঁকার খাতা খোলা। কোলে রয়েছে পোষ্য বিড়াল। তার থাবার মধ্য রং পেনসিল ধরিয়ে আঁকা শেখানোর চেষ্টা করছে মেয়েটি। বিড়ালটির কোনও আগ্রহই নেই। সে এদিক ওদিক তাকাচ্ছে। অবাধ্য সন্তানের মতো কোনও মতে পেনসিলে ঠেকিয়ে রেখেছে থাবা। পারলে এখনই একছুট দেয় সে।
“Why, just why mommy?” - cat 😂 pic.twitter.com/qIBLOtaPNW
— Buitengebieden (@buitengebieden) November 1, 2022
ভিডিয়োটি পোস্ট করে জনৈক লিখেছেন, ‘‘কেন? কেন মা?’’ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে নেটাগরিকরা আবার নিজের পোষ্যের সঙ্গে ভিডিয়ো, ছবি তুলে পোস্ট করেছেন। অনেকেই জানিয়েছেন, তাঁদের একই হাল। বিড়ালকে দিয়ে কিছু করানোর জ্বালা তাঁরা বোঝেন।
“Why, just why mommy?” - cat 😂 pic.twitter.com/qIBLOtaPNW
— Buitengebieden (@buitengebieden) November 1, 2022
FREE ADVICE: Do not allow your cat to sign your Federal income tax! Especially if he’s been drinking Schlitz. I’m still paying off penalties for writing off pet toys and bales of catnip. pic.twitter.com/UovY1DOF1y
— Eddie LaBongchek (@EddieLabongchek) November 1, 2022