Viral Video

ছোট্ট সিংহ কামড়ে দিল বাবার লেজ, চমকে লাফিয়ে উঠল ‘বনের রাজা’! রইল মজার ভিডিয়ো

রাস্তার ধারে চোখ বুজে নিশ্চিন্তে জিরোচ্ছিল একটি সিংহ। আরামে শুয়ে রোদ পোহাতে পোহাতে লেজ নাড়াচ্ছিল সে। রাস্তার মাঝখান থেকে দৌড় দিয়ে সিংহের কাছে ছুটে যায় তার শাবক। বাবার লেজ নাড়ানো দেখে ভারী মজা পায় সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় বসে ছানাপোনাকে নিয়ে রোদ পোহাচ্ছে বাবা-মা। রাস্তার উপর এক দিকে শুয়ে রয়েছে মা। অন্য দিকে বসে রয়েছে দুই সিংহশাবক। কিছুটা দূরে রাস্তার ধারে চোখ বুজে শুয়ে রয়েছে এক সিংহ। কিন্তু রাস্তায় স্রেফ শুয়ে সময় কাটাতে পারছিল না একটি শাবক। তাই দৌড়ে গিয়ে বাবার কাছে চলে যায় সে। বাবার লেজে বসিয়ে দেয় এক কামড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘লেটেস্ট সাইটিং’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার ধারে চোখ বুজে নিশ্চিন্তে জিরোচ্ছে একটি সিংহ। আরামে শুয়ে রোদ পোহাতে পোহাতে লেজ নাড়িয়ে যাচ্ছে সে। রাস্তার মাঝখান থেকে দৌড় দিয়ে সিংহের কাছে ছুটে যায় তার শাবক।

বাবার লেজ নাড়ানো দেখে ভারী মজা পাচ্ছিল সে। লেজের উপর থাবা বসানোর চেষ্টাও করছিল বার বার। এক সময় বাবার লেজ ধরে কামড় বসিয়ে দেয় শাবকটি। রাস্তায় শুয়ে আরাম করছিল সিংহটি। শাবকের কামড় খেয়ে চমকে উঠে পড়ে সে। বাবাকে ও ভাবে উঠে যেতে দেখে ভয় পেয়ে আবার গুটি গুটি পায়ে অন্য শাবকের কাছে চলে যায় সে।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক বলেছেন, ‘‘কামড় বসানোর পর বাবাকে দেখে কেমন ভয় পেয়ে গিয়েছে শাবকটি!’’ আবার এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘শাবকটিকে দেখে খুব মজা পেয়েছি।’’

Advertisement
আরও পড়ুন