Viral Video

মুখে আস্ত মহিষশাবক! শিকার নিয়েই তরতরিয়ে গাছে উঠে পড়ল চিতাবাঘ, ভিডিয়ো ভাইরাল

মুখে একটি মহিষশাবক নিয়ে গাছের গুঁড়ি ধরে তরতরিয়ে উপরে উঠে গেল। গাছের একেবারে উপরে উঠে একটি ডালের উপর মহিষ শাবকটিকে রেখে দিল সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলে ঘুরতে ঘুরতে সুযোগ পেয়ে একটি মহিষ শাবক শিকার করে ফেলেছে চিতাবাঘ। এ বার আরাম করে খাওয়াদাওয়া করবে সে। তাই নিরিবিলি জায়গা খুঁজতে জঙ্গলের মাঝে একটি গাছের উপর চড়ে বসল চিতাবাঘটি। গাছের উঁচু ডালে যে শিকার-ভোজন চলবে তা অন্য কোনও বন্য জন্তুর নজরেও পড়বে না। তাই হবে না শিকার নিয়ে লড়াই। আস্ত মহিষ শাবককে মুখে নিয়েই গাছে চড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ওয়াইল্ডেস্টআফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, মুখে একটি মহিষশাবক নিয়ে গাছের গুঁড়ি ধরে তরতরিয়ে উপরে উঠে গেল। গাছের একেবারে উপরে উঠে একটি ডালের উপর মহিষশাবকটিকে রেখে দিল সে।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। সাধারণত চিতাবাঘের তাদের ওজনের চেয়ে তিন গুণ ভারী ওজনের জন্তুকে শিকার করতে পারে। হায়না, সিংহ অথবা অন্য কোনও হিংস্র জন্তু যেন তার শিকারে ভাগ না বসিয়ে ফেলে, সে কারণেই শিকার নিয়ে গাছের ডালে উঠে পড়েছিল চিতাবাঘটি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘জঙ্গলে সাফারি করতে করতে এমন দৃশ্য দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘সত্যিই প্রকৃতির কী নিয়ম!’’

Advertisement
আরও পড়ুন