Viral Video

বেয়ে আসছে ‘রক্তের ধারা’, লাল হয়ে উঠছে সমুদ্রের জল! কেন এ ভাবে ‘রক্তবৃষ্টি’ ইরানের সৈকতে?

প্রতিবেদন অনুযায়ী ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছিল গত মাসে। সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিতে সৈকতের লাল মাটি ধুয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৩:৪৯
Iranian beach turned red as rainwater flows down from red mountain during heavy rainfall, Viral Video

ছবি: ইনস্টাগ্রাম।

চারদিকে ‘রক্তের ধারা’! প্রবল বৃষ্টিপাতে ‘রক্তস্নাত’ ইরানের খনিজ সমৃদ্ধ দ্বীপের সৈকত। এমনই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে ইরানের হরমুজ দ্বীপের সৈকতে। লাল মাটির সেই সৈকতে ভারী বৃষ্টিপাতের কারণে রক্তের মতো লাল রঙের জলের ধারা দেখা গিয়েছে। সেই বিরল দৃশ্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকেরা। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছিল গত মাসে। সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিতে সৈকতের লাল মাটি ধুয়ে পাথর থেকে গড়িয়ে অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করেছে। লাল রঙের জলে উপকূলরেখাও লাল হয়ে গিয়েছে। লাল হয়েছে সমুদ্রের জলও। দেখে মনে হচ্ছে যেন রক্তবৃষ্টি হচ্ছে এবং সেই লাল রক্ত গিয়ে মিশছে সমুদ্রের জলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হরমুজ ওমিড’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ফার্সি ভাষায় সেই পোস্টে লেখা, ‘হরমুজের বিখ্যাত লাল সৈকতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। পর্যটকেরা এই অসাধারণ দৃশ্য চাক্ষুষ করতে পেরেছেন।’ ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক পড়েছে হাজার হাজার। ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার প্রিয় দেশ। এটি একটি রঙিন দ্বীপ। তবে শুধু লাল নয়, দ্বীপের অনেক জায়গায় রুপোলি রংও দেখা যায়।”

উল্লেখ্য, ইরানের বেসরকারি সংস্থা ‘ইরান ট্যুরিজ়ম অ্যান্ড ট্যুরিং অর্গানাইজেশন’ অনুযায়ী, হরমুজ দ্বীপে ‘জেলাক’ নামে লাল অক্সাইড সমৃদ্ধ একটি পাহাড় রয়েছে। তাই সেখানের মাটির রং লাল। গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহার করার পাশাপাশি স্থানীয়েরা ওই পাহাড়ের মাটি তাদের খাবারে মশলা হিসাবেও ব্যবহার করেন। পাহাড়টি উপকূলরেখা বরাবর অবস্থিত হওয়ায় হরমুজ দ্বীপের সৈকতের রংও লাল। ঢেউ দিলে সমুদ্রের সামনের জলও লাল হয়ে যায়।

Advertisement
আরও পড়ুন