Bachelor Trip

বাস্তবের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’! তরুণদের ‘ব্যাচেলর ট্রিপ’-এর ছবি দেখে হিংসা হবে আপনারও

বিলাসবহুল রেস্তরাঁয় খেতে গিয়েছেন সকলে। খাবারদাবারের পাশাপাশি সেখানে চলেছে সুরাপান, ধূমপানও। আবার ‘স্কাইডাইভিং’-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতালাভও করেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৫৭
Group of men went on inspired Zindagi Na Milegi Dobara bachelor trip, caught attention of internet

—প্রতীকী ছবি।

মেঘের কোলে উড়ছেন, সমুদ্রসৈকতে বালির উপর শুয়ে রোদ পোহাচ্ছেন। আবার সুরাপানও বাদ নেই। ছবি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এক দল তরুণ। সেই ছবিকেই বড় পর্দা থেকে বাস্তব জীবনে নামিয়ে আনলেন তাঁরা। বন্ধুরা মিলে গেলেন ‘ব্যাচেলর ট্রিপে’। স্বপ্নের সেই ভ্রমণকাহিনির ছবি পোস্টও করলেন সমাজমাধ্যমে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ভাবায়াচাওলা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় ভ্রমণের একাধিক ছবি পোস্ট করেছেন ভাবায়া চাওলা নামে এক তরুণ। বন্ধুদের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি। নিজের অ্যাকাউন্ট থেকে ঘুরতে যাওয়ার কিছু বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন তরুণ।

কোথাও দেখা যাচ্ছে, তাঁর বন্ধুরা সকলে রংমিলান্তি করে একই ধরনের পোশাক পরেছেন। কোনও বিলাসবহুল রেস্তরাঁয় খেতে গিয়েছেন সকলে। খাবারদাবারের পাশাপাশি সেখানে চলেছে সুরাপান, ধূমপানও। আবার ‘স্কাইডাইভিং’-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতা লাভও করেছেন তাঁরা। ঘুরতে গিয়েছেন সমুদ্রসৈকতে। ছবিগুলি পোস্ট করে তরুণ জানিয়েছেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবি দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তাঁরা। তাই বাস্তবে বন্ধুরা মিলে ঘুরতে চলে গিয়েছিলেন। সমাজমাধ্যমে ১৭ হাজারেরও বেশি অনুগামী রয়েছে তরুণের। তরুণের ‘ব্যাচেলর ট্রিপ’-এর ছবিগুলি দেখে নেটাগরিকেরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘এই তো জীবন। সব শখ পূরণ করে নেওয়া প্রয়োজন।’’ আবার এক নেটাগরিক মনখারাপ করে লিখেছেন, ‘‘আমার কত দিনের ইচ্ছা যে বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাই। সিনেমাটিও ভীষণ প্রিয়। কিন্তু সময়ই বার করতে পারি না।’’

আরও পড়ুন
Advertisement