Viral Video

আবর্জনার পাত্র নিয়ে অ্যালিগেটরের সঙ্গে লড়াই! ‘চিচিং বন্‌ধ’ করে অভিনব উপায়ে বন্দি করলেন তরুণ

মুখ হাঁ করে তরুণের দিকে তাকিয়ে রয়েছে অ্যালিগেটরটি। সঙ্গে সঙ্গে তার দিকে আবর্জনার পাত্র নিয়ে তেড়ে গেলেন তরুণ। অ্যালিগেটরটি পাত্রের ভিতর কিছুটা ঢুকে পড়লে পাত্রের ঢাকনা নীচের দিকে ফেলে দেন তরুণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির বাইরে লেজ ঝাপটে ঘুরে বেড়াচ্ছে অ্যালিগেটর। তাকে বন্দি করতে তৎপর তরুণ। আবর্জনা ফেলার পাত্রই তাঁর ‘অস্ত্র’। সেই হাতিয়ার নিয়ে অ্যালিগেটরের সঙ্গে ‘লড়াই’য়ে নেমেছেন তিনি। অভিনব উপায়ে ময়লার পাত্র দিয়ে অ্যালিগেটরকে বন্দি করে জিতেও যান তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’হাতে একটি আবর্জনার পাত্র নিয়ে অ্যালিগেটরকে ক্রমশ এক কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তরুণ। মুখ হাঁ করে তরুণের দিকে তাকিয়ে রয়েছে অ্যালিগেটরটি। সঙ্গে সঙ্গে তার দিকে পাত্রটি নিয়ে তেড়ে গেলেন তরুণ। অ্যালিগেটরটি পাত্রের ভিতর কিছুটা ঢুকে পড়লে পাত্রের ঢাকনা নীচের দিকে ফেলে দেন তরুণ।

পাত্রের ভিতর ঢুকে পড়ে ছটফট করতে শুরু করে অ্যালিগেটরটি। কোনও কিছু গ্রাহ্য না করে পাত্রটিকে সোজা দাঁড় করিয়ে দিলেন তরুণ। অ্যালিগেটরটি পাত্রের ভিতর ঢুকে গেলে সঙ্গে সঙ্গে পাত্রটি ঠেলে নিয়ে গিয়ে রাস্তার অন্য দিকে চলে যান তরুণ। রাস্তার উল্টো দিকে একটি জলাশয় ছিল।

সে দিকেই পাত্র নিয়ে ছুটলেন তরুণ। জলাশয়ের কাছাকাছি যেতেই পাত্রটি মাটিতে ফেলে তার ঢাকনা খুললেন তিনি। খোলা বাতাসের স্পর্শ পেয়ে পাত্র থেকে মুখ বার করল অ্যালিগেটরটি। পিছন থেকে পাত্রটি টেনে দৌড়লেন তরুণ। মুক্তি পেয়ে তাড়াহুড়ো করে জলাশয়ের দিকে ছুটল অ্যালিগেটর।

ঘটনাটি ফ্লরিডায় ঘটেছে। জল থেকে ডাঙায় উঠে পড়েছিল একটি অ্যালিগেটর। তা উদ্ধার করতেই সেখানে হাজির হয়েছিলেন ওই তরুণ। আবর্জনার পাত্রে বন্দি করে অ্যালিগেটরটিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘আমি ওই জায়গায় থাকলে ভয়েই আধমরা হয়ে যেতাম। তরুণের সাহসকে কুর্নিশ জানাই।’’

Advertisement
আরও পড়ুন