ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলে গাড়ি নিয়ে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। হঠাৎ সামনে এসে পড়ল বিশাল দাঁতাল। পর্যটকদের দেখে গাড়ির দিকে তেড়ে গেল বুনো হাতি। শুঁড়ে পেঁচিয়ে সাফারি ট্রাকটি শূন্যে তুলে দিল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘পলরসোলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জঙ্গলে সাফারি করতে বেরিয়েছেন পর্যটকেরা। সাফারি ট্রাকের মধ্যে বসে রয়েছেন সকলে। হঠাৎ তাঁদের গাড়ির সামনে এসে পড়ে মস্ত বড় দাঁতাল। গাড়িটি দেখে তার দিকে তেড়ে যেতে শুরু করে হাতিটি।
গাড়ির চালকও পিছিয়ে নিয়ে যায় গাড়িটি। কিন্তু হাতি তেড়ে গিয়ে গাড়ির সামনে চলে যায়। তার পর গাড়িতে ধাক্কা দিতে শুরু করে। শুঁড়ে পেঁচিয়ে গাড়িটি শূন্যে তুলে দেয় সে। পর্যটকেরা চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন। তার পর গাড়িটি আবার নীচে ফেলে দেয় হাতিটি। তার পর হাতিটি সেখান থেকে চলে যায়।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকার পিলানেসবার্গ জাতীয় উদ্যানে ঘটেছে। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আমি যদি ওই গাড়িতে থাকতাম তা হলে নির্ঘাত ভয়ে জ্ঞান হারিয়ে ফেলতাম।’’