Food

ডাল মাখানি দিয়ে আইসক্রিম! রেসিপি দেখে প্রশ্ন উঠল, আর কী কী খাওয়া বাকি আছে?

নানারকম স্ট্রিটফুড বা পথের ধারে বিক্রি হওয়া খাবারের ভিডিয়োয় ভরে থাকে ইনস্টাগ্রাম। অথবা ফেসবুকের রিল। সেই ভিডিয়োরই একটি দেখে অত্যন্ত বিরক্ত হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৪ ২২:০৮

ছবি : ইনস্টাগ্রাম।

ডাল রুটি, ডাল ভাত, ডালের বড়া এমনকি, ডাল দিয়ে তৈরি স্যুপও খেয়েছেন অনেকে। কিন্তু ডাল দিয়ে আইসক্রিম। শুনেই গা গুলিয়ে উঠছে নেটাগরিকদের একাংশের। তাদের প্রশ্ন আর কী কী অখাদ্য দেখতে হবে এই সমাজ মাধ্যমের দৌলতে।

Advertisement

নানারকম স্ট্রিটফুড বা পথের ধারে বিক্রি হওয়া খাবারের ভিডিয়োয় ভরে থাকে ইনস্টাগ্রাম। অথবা ফেসবুকের রিল। সেই ভিডিয়োরই একটি দেখে অত্যন্ত বিরক্ত হয়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োয় দেখা যাচ্ছে এক বাটি ডাল মাখানি দিয়ে আইসক্রিম বানাচ্ছেন এক আইসক্রিম বিক্রেতা।

পেশাদার হাতের টানে ক্রমেই ডালমাখানি আর আইসক্রিম মিলে তৈরি হচ্ছে এক অদ্ভুত খাবার। সেই আইসক্রিম আবার পেঁয়াজ আর পরোটা সহযোগে পরিবেশন করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন