—প্রতীকী ছবি।
অফিসে সকলে গম্ভীর মুখে শুধু কাজ করে গেলেই চলবে? যদি বাতাসে প্রেমের ছোঁয়া না-ই থাকে তা হলে আর অফিসে মন ফুরফুরে থাকবে কী করে? সহকর্মীরা যেন ‘সিঙ্গল’ না থাকেন, তার জন্য অনলাইন ডেটিং প্ল্যাটফর্ম তৈরি করেছে চিনের এক প্রযুক্তি সংস্থা। সংস্থার যে কর্মীরা ওই প্ল্যটফর্মে অ্যাকাউন্ট খোলার পর সঙ্গী খুঁজে পেয়েছেন তাঁদের মোটা টাকা দিচ্ছে সংস্থা। শুধু তাই নয়, ওই যুগল যদি টানা তিন মাস সম্পর্কে থাকেন তা হলে আরও মোটা টাকা দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে সংস্থার তরফে। দক্ষিণ চিনের শেনজ়েন এলাকায় রয়েছে এই প্রযুক্তি সংস্থার দফতর।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সংস্থার ‘সিঙ্গল’ কর্মীরা তাদের নিজস্ব ডেটিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার পর সঙ্গী পেলে তাঁদের ৬৬ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৭৬৮ টাকা) দেয় সংস্থা। যদি অনলাইনে খুঁজে পাওয়া সঙ্গীদের সঙ্গে অন্তত তিন মাস ডেট করেন তা হলে সেই কর্মী এবং তাঁর সঙ্গী দু’জনকেই ১০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ১১,৬৪১ টাকা) দেয় সংস্থা। জানা গিয়েছে, তিন মাসের মধ্যে সংস্থার তরফে ১ লক্ষ ১৬ হাজার টাকা খরচ করা হয়েছে। এই সংস্থার খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটাগরিকদের মধ্যে ঝড় ওঠে। এক নেটব্যবহারকারীর মন্তব্য, ‘‘এই সংস্থায় কী ভাবে আবেদন করা যায় আমায় জানালে অনেক সুবিধা হয়।’’ আবার অন্য এক নেটাগরিকের মতে, ‘‘টাকা দিয়ে কখনওই ভালবাসা যায় না। অর্থের বিনিময়ে সম্পর্কে থাকার অর্থ কী?’’