viral video of marriage

বিয়ের মঞ্চে দাঁড়িয়ে বরের সামনে আমন্ত্রিত অতিথিকে চুম্বন নববধূর! কী ঘটল? রইল ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োটি সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ভিডিয়োর বিষয়বস্তু নিয়ে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ০৮:২৮
Bride kisses another man on stage viral video has taken internet storm

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিয়ের মঞ্চে সদ্যবিবাহিত স্বামীকে পাশে রেখে অন্য পুরুষকে চুম্বন করছেন নবপরিণীতা। এই ভিডিয়ো ভাইরাল হতেই চমকে উঠেছে সমাজমাধ্যম। সমাজমাধ্যমে কনটেন্ট তৈরি করেন এমনই এক জনের পোস্ট করা একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড় তুলেছে। ভিডিয়ো দেখে হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডি়য়োয় দেখা গিয়েছে স্বামী সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তরুণী অন্য একটি যুবককে চুম্বন করছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ভিডিয়োর বিষয়বস্তু নিয়ে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। ‘কিরণসান্ধু৩৮৯৭’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়ো শুরু হতেই দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন সদ্যবিবাহিত এক দম্পতি। হঠাৎ এক যুবক এসে বরের চোখ চেপে ধরে কানে কানে কিছু বলতে শুরু করেন। তার মধ্যেই তিনি পকেট থেকে এক চিরকুট কনের হাতে ধরিয়ে দেন। ইশারায় বলেন ফোন করতে। তার পরেই ঘটে যায় আসল ঘটনা। সবুজ জামা পরা ওই যুবককে বরের চোখ থেকে হাত সরিয়ে করমর্দন করে বরবেশী যুবককে জড়িয়ে ধরতে দেখা যায়। ওই অবস্থাতেই তিনি উল্টো দিকে দাঁড়ানো সদ্যবিবাহিতা তরুণীর দিকে এগিয়ে হঠাৎ করেই মুখচুম্বন। গোটা ঘটনাটি ঘটে যায় মাত্র ১৪ সেকেন্ডে। এত কাণ্ড ঘটে গেলেও বিন্দুবিসর্গ টের পাননি বর। ভিডিয়োটিতে ৫৫ হাজারের বেশি লাইক জমা পড়েছে। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। একজন মজা করে মন্তব্য করেছেন, ‘‘ভাই সোজা ছক্কা হাঁকিয়ে দিয়েছেন।’’ একটি মন্তব্যে লেখা ছিল, ‘‘নতুন দক্ষতা খুঁজে পাওয়া গিয়েছে।’’ তবে অনেকেই এই ভিডিয়োর সমালোচনা করে গোটা বিষয়টির সমালোচনা করেছেন।

আরও পড়ুন
Advertisement