Viral Video

‘বনের রানি’র সঙ্গে পাহাড় ভ্রমণ! তরুণকে আদরে ভরিয়ে কোলে শুয়েও পড়ছে সিংহী, রইল ভিডিয়ো

তরুণ চুপচাপ বসে রইলে তাঁর মাথায়, গলায়, হাতে সিংহীটি চুমু খাচ্ছে। আবার তরুণটি পাথরের উপর শুয়ে পড়লে তাঁর পাশে শুয়ে পড়ছে সিংহীটিও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ০৯:৫৪
Bond between lioness and man caught attention of internet, video went viral

তরুণ ও সিংহীর পাহাড় ভ্রমণ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

চারদিকে নির্জন পরিবেশ। পাহাড়ের একটি উঁচু পাথরের উপর বসে দু’চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন তরুণ। হঠাৎ তাঁর মাথায় চুমু খেয়ে জিভ দিয়ে আদর করতে শুরু করল এক সিংহী। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে তরুণের কাছ থেকে এক মুহূর্তও দূরে থাকতে দেখা যাচ্ছে না সিংহীকে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করছেন এক তরুণ। পাহাড় ভ্রমণে তাঁর সঙ্গী হয়েছে এক সিংহী। তরুণ চুপচাপ বসে রইলে তাঁর মাথায়, গলায়, হাতে সিংহীটি চুমু খাচ্ছে। আবার তরুণটি পাথরের উপর শুয়ে পড়লে তাঁর পাশে শুয়ে পড়ছে সিংহীটিও। তরুণের হাতের উপর মাথা রেখে জিভ দিয়ে আদর করছে সে। আবার এক দৃশ্যে দেখা যাচ্ছে, তরুণ ঘাসের উপর শুয়ে পড়ে সিংহীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তরুণের নামপরিচয়ের পাশাপাশি ঘটনাস্থল সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ভিডিয়োটি নজর কেড়েছে নেটব্যবহারকারীদের। সিংহীর সঙ্গে তরুণের সখ্য দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘সিংহীটি যে ভাবে ওই তরুণকে আদর করছে তা দেখেই বোঝা যায় যে, তরুণটিও সিংহীকে কী পরিমাণ ভালবাসে।’’ আবার এক নেটব্যবহারকারীর মন্তব্য, ‘‘দু’জনের মধ্যে এত ভাল সম্পর্ক দেখে মন ভরে গেল।’’

Advertisement
আরও পড়ুন