ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরের চতুর্দিকে খেলনাপাতি ছড়ানো। তবে খুদে সে সব ভুলে ডুব দিয়েছে স্বাস্থ্যপরীক্ষার দিকে। পোষ্যকে বিছানায় শুইয়ে দিয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বিড়ালটির স্বাস্থ্যপরীক্ষা করছে সে। মন ভাল করা এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সাশা_ইউজিসি_ইএই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ের। এক বছরের কন্যার কাণ্ড ভিডিয়ো করেছেন তাঁর মা। খুদে তার ঘরের চারদিকে খেলনা ছড়িয়ে রেখেছে। চোখে চশমা এবং গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে চিকিৎসক সেজেছে সে। রোগীরও অভাব হয়নি তার। তার পোষ্য বিড়ালটি রোগী সেজে বিছানায় শুয়ে পড়েছে। অভিজ্ঞ খুদে চিকিৎসক কখনও বিড়ালের চোখেমুখে লাল আলো ফেলে পরীক্ষা করছে। কখনও আবার স্টেথোস্কোপ দিয়ে স্বাস্থ্যপরীক্ষা করতে ব্যস্ত সে।
তাকে অনবরত সায় দিয়ে চলেছে বিড়ালটিও। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করতে করতে ছোট্ট মেয়েটির মা ঘরে ঢুকে পড়ে। মাকে দেখে মেয়ের মুখে একগাল হাসি। অন্য দিকে বিড়ালটি সুযোগ পেয়ে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘বাচ্চাদের সরল মনে খেলাধুলা করতে দেখলে মন ভাল হয়ে যায়। ভিডিয়োটি খুব মিষ্টি।’’