Anaconda

হাতের সামনে পিলপিল করছে অ্যানাকন্ডা! তাদের হেলাফেলায় সরিয়ে দিচ্ছেন, কে ইনি?

বেশ বড় একটা বাক্সের ভিতরে রাখা ছিল সাপগুলিকে। সবকটিই অ্যানাকন্ডা। তবে পূর্ণবয়স্ক নয়। শিশু অ্যানাকন্ডা। দেখতে ছোট খাটো হলেও তাদের মেজাজ তিরিক্ষি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৬

ছবি: ইনস্টাগ্রাম।

নাম জে ব্রিউয়ার। সরীসৃপদের বিশেষজ্ঞ তিনি। কিন্তু তাই বলে অ্যানাকন্ডার মতো সাপকে অবহেলা করবেন!

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি তাই করছেন। হাতের কাছে পিল পিল করছে অ্যানাকন্ডা সাপ। তাদের মুখের সামনে দিয়ে যথেচ্ছ হাত নাড়াচাড়া করই চলেছেন জে। যেন অ্যানাকন্ডা নয়, হাতের সামনে কয়েকটি মুরগীর ছানা ঘুরে বেড়াচ্ছে!

Advertisement

বেশ বড় একটা বাক্সের ভিতরে রাখা ছিল সাপগুলিকে। সবকটিই অ্যানাকন্ডা। তবে পূর্ণবয়স্ক নয়। শিশু অ্যানাকন্ডা। দেখতে ছোট খাটো হলেও তাদের মেজাজ তিরিক্ষি। জে-র হাত মুখের কাছে এলেই ছোট্ট শরীর খানা উঁচু করে তাতে ছোবল দিতে আসছে তারা।

অন্য দিকে জে কে দেখা যাচ্ছে হেলায় তাদের হাত দিয়ে সরিয়ে দিতে। এমনকি, গোটা ঘটনাটার একটা ভিডিয়ো করে সেটি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন জে। যা দেখে মুগ্ধ জে- র ইন্টারনেট অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন