viral video

মোটা সাপকে পেঁচিয়ে কামড়ে কাবু করল সহস্রপদী বিছে! ছোট প্রাণীর কাছে নাস্তানাবুদ সরীসৃপ

ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপ ও একটি বিছের (সেন্টিপিড) ধুন্ধুমার লড়াই। তবে এই বিছেটির আকার সাধারণ বিছের থেকে বেশ বড়। সাধারণত এত বড় বিছে চট করে দেখতে পাওয়া যায় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৯
fight between a centipede and s snake

ছবি: এক্স থেকে নেওয়া।

সাপের সঙ্গে নেউলের বা তার থেকে আকারে বড় প্রাণীদের লড়াই করার দৃশ্য প্রায়ই চোখে পড়ে। সাপের আক্রমণে অনেক বড় বড় প্রাণীও কুপোকাত হয়। আবার মাঝে মাঝে এমনও হয়, আকারে ছোট একটি প্রাণীর কাছে পর্যুদস্ত হতে হয় বিষধর সরীসৃপটিকে। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যম প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে একটি পোকার কাছে ধরাশায়ী হল একটি সাপ। ভিডিয়োটি পোস্ট করার পর তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘আফ্রিকান অ্যানিম্যাল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপ ও একটি বিছের (সেন্টিপিড) ধুন্ধুমার লড়াই। তবে এই বিছেটির আকার সাধারণ বিছের থেকে বেশ বড়। সাধারণত এত বড় বিছে দেখতে পাওয়া যায় না। চেহারা দেখলে মনে হয় না এটি সাপের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে বলে। এই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপটিকে শক্ত করে জড়িয়ে ধরে কামড়াচ্ছে বিছেটি। সাপটিও পাল্টা আক্রমণ করতে উদ্যত। কয়েক বার ছোবলও মারার চেষ্টা করে। আকারে ছোট একটি প্রাণীর কবলে পড়়ে সাপটি অসহায় বোধ করছে এবং পালানোর চেষ্টা করছে। কিন্তু পরে দেখা যায় বিছেটির কাছে সেটি পরাজিত হল। ভিডিয়োর শেষে বিছেটি সাপের মুখ চেপে ধরে এবং জোরে কামড় দিতে শুরু করে।

সাপ এবং বিছের লড়াইয়ের এই ভাইরাল ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছিল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি এই পোস্টে। ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে পোস্ট করা ভিডিয়োটি ৮১ হাজার বার দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন