viral video

চেহারায় নেকড়ের আদল, স্বভাবে যেন বাধ্য ছাত্র! নীল চোখের কুকুরের ভিডিয়োয় মজল নেটপাড়া

ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের মধ্যে শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে নেকড়ের মতো দেখতে একটি কুকুর। তার চোখের রঙ অন্যান্য কুকুরের তুলনায় একেবারে স্বতন্ত্র। চোখের মণির রং বাদামি বা কালোর বদলে নীল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ০৯:০৬
blue eyed brown dog

ছবি: সংগৃহীত।

বাদামি বা কালো নয়, চোখের মণির রং উজ্জ্বল নীল! সারা গা বাদামি রঙের পশমে ঢাকা। হঠাৎ করে দেখলে নেকড়ে বলে ভ্রম হতে পারে। অথচ আচরণ দেখলে মনে হবে নিষ্পাপ শিশু। সম্প্রতি সমাজমাধ্যমে ঝড় তুলেছে এমনই এক চতুষ্পদের ভিডিয়ো, যার চেহারা অন্যদের থেকে একেবারে আলাদা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের মধ্যে শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে নেকড়ের মতো দেখতে একটি কুকুর। তার চোখের রং অন্যান্য কুকুরের থেকে একেবারে স্বতন্ত্র। চোখের মণির রং বাদামি বা কালোর বদলে নীল। ভিডিয়োয় দেখা যায় কুকুরটি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এবং এটির নিষ্পাপ মায়াভরা চোখ দেখে মনে হচ্ছে সে যেন কিছু বলতে চায়। এই দৃশ্যটি এতটাই সুন্দর যে এটি দেখার পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। গায়ের বাদামি পশমও এটির সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। ভিডিয়োয় এক মহিলাকে তাকে একটি ব্রাশ দেখিয়ে কিছু বলতে শোনা যায়। তাতে সাড়াও দেয় কুকুরটি। সুদর্শন কুকুরটিকে দেখে অনেকেই মনে করছেন এটি সম্ভবত হাস্কি বা অন্য কোনও মিশ্রিত জাতের কুকুর।

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োটি ২০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ৯৭ হাজার নেটাগরিক ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এর নীল চোখগুলো জাদুকরি, আমি এর আগে কখনও এমন কুকুর দেখিনি।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘এই ভিডিয়োটি দেখে মনে হচ্ছে এই কুকুরটি শীঘ্রই কোনও ছবিতে কাজ করছে।’’

Advertisement
আরও পড়ুন