Viral Video

বিমানসেবিকা দিদি, যাত্রী আসনে যুবক, আকাশপথে হঠাৎ দেখা হওয়ায় যা করলেন ভাই-বোন

যুবকের দিদি পেশায় বিমানসেবিকা। যে বিমানে সওয়ার হয়েছিলেন ওই যুবক, সেই বিমানেই সেই সময় কর্মরতা ছিলেন তাঁর দিদি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৮:৫৫
photo of a viral video

বিমানের মধ্যে দিদিকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত যুবক। ছবি ইনস্টাগ্রাম।

তখন আকাশে ওড়ার অপেক্ষা করছে বিমানটি। টেক অফের ঠিক আগে তখন বিমানের মধ্যে বিমানসেবিকাদেক মধ্যে ব্যস্ততা তুঙ্গে। বিমান ওড়ার আগে যাত্রীদের নানা বিষয়ে অবহিত করছেন তাঁরা। সেই সময়ই যাত্রী আসনে বসেছিলেন এক যুবক। আচমকা সেই যুবককে দেখে মুচকি হাসলেন এক বিমানসেবিকা।

যুবকের দিদি পেশায় বিমানসেবিকা। যে বিমানে সওয়ার হয়েছিলেন ওই যুবক, সেই বিমানেই সেই সময় কর্মরতা ছিলেন তাঁর দিদি। আকাশপথে এ ভাবেই দেখা হয়ে গেল ভাই-বোনের।

Advertisement

বিমানের মধ্যে দিদিকে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ওই যুবক। ভাইকে দেখে একই অনুভূতি ওই বিমানসেবিকারও। দিদিকে দেখে তাই চটপট সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন ওই যুবক। পরে দিদির সঙ্গে বিমানে নিজস্বীও তোলেন তিনি।

আকাশপথে ভাই-বোনের এ হেন সাক্ষাতের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকার তা জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন