পঞ্জাবে কিশোরকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আইফোন নিয়ে ঝগড়ার পর বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কিশোরের বিরুদ্ধে। মৃতের দেহ উদ্ধার করা হয়েছে একটি রেললাইনের উপর থেকে। দেহটি দু’টুকরো অবস্থায় পড়ে ছিল। ঘটনার অন্তত পাঁচ দিন পরে দেহটি শনাক্ত করা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি পঞ্জাবের পটিয়ালার। সেখানকার বাসিন্দা নভজোৎ সিংহ গত ২৫ মার্চ বাড়িতে নিজের ১৭ বছরের জন্মদিন পালন করেছিল। জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিল তার বন্ধুরাও। তার পরের দিন কিশোর বাড়িতে জানায়, বন্ধুদের সঙ্গে সে হরিদ্বার ঘুরতে যাচ্ছে। সেখান থেকে আর ফেরেনি নভজোৎ।
কিশোরের বাবা জানিয়েছেন, জন্মদিনের পরের দিনই সে রওনা দিয়েছিল। কিন্তু কিছু ক্ষণ পরে বাড়িতে ফোন করে জানায়, সে কোথাও যাচ্ছে না। ফিরে আসছে। এর পরে তার সঙ্গে ফোনে আর যোগাযোগ করা যায়নি। ওই দিনই রাতে রেললাইনের উপর থেকে একটি দেহ উদ্ধার করে পুলিশ। পাঁচ দিন পরে ছেলের খোঁজ করতে করতে থানায় পৌঁছোন নভজোতের বাবা। দেহটি তিনি শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, কিশোরের দেহ পেট থেকে কেটে দু’ভাগে ভাগ করা ছিল। বুকের উপর ছিল ধারালো অস্ত্রের অজস্র আঘাতের চিহ্ন। আগে দেহটি দু’ভাগ করে তা রেললাইনে ফেলে যাওয়া হয়, না কি ট্রেনের চাকায় দেহটি কাটা পড়ে, তা স্পষ্ট নয়। দেহ শনাক্তের পর ওই কিশোরের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় আমনজোৎ নামের এক কিশোরকে। অভিযোগ, সে-ই নভজোৎকে খুন করেছে।
পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, নভজোতের কাছে একটি আইফোন ১১ ছিল। সেটি নিয়ে আমনজোতের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। বন্ধুকে খুন করে ফোনটি নিয়ে নেয় অভিযুক্ত। এই কাজে আরও এক বন্ধু তাকে সহায়তা করেছিল। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্তের কাছ থেকে মৃতের আইফোন উদ্ধার করা হয়েছে।