viral video

জাতীয় সড়কে গাড়ি থামিয়ে তাণ্ডব তরুণীর! যান চলাচলে বাধা দেওয়ায় গ্রেফতার, মদ্যপ বলল নেটপাড়া

এক তরুণীর তাণ্ডবের জেরে হুলস্থুল পড়ে গেল হরিদ্বারে। শুক্রবার রাতে দিল্লি-দেহরাদূন হাইওয়ের ভিভিআইপি ঘাটের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৯:৪১
woman disrupting traffic and creating a scene on a busy road

ছবি: সংগৃহীত।

জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। দ্রুত গতিতে ছুটে আসা গাড়িগুলিকে হাত দিয়ে থামানোর চেষ্টা করছেন তিনি। আবার কখনও গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ছেন। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলিকে আচমকা ব্রেক কষতে হয়। রাতের দিকে এক তরুণীর তাণ্ডবের জেরে হুলস্থুল পড়ে গেল হরিদ্বারে। শুক্রবার রাতে দিল্লি-দেহরাদূন হাইওয়ের ভিভিআইপি ঘাটের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তাঁর জন্য যে ব্যস্ত রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না তরুণীর। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

লাল সালোয়ার-কামিজ পরা ওই তরুণী মত্ত হয়ে রাস্তায় হট্টগোল করছেন বলে অভিযোগ উঠেছে। ৫০ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে সেগুলিকে থামানোর চেষ্টা করছেন। কিছু ক্ষণ পর তিনি রাস্তার মাঝখান দিয়ে সোজা হাঁটতে শুরু করেন। তরুণীর কাণ্ডকারখানা দেখে ভিড় জমে যায় রাস্তার পাশে। অনেকেই মোবাইল বার করে ঘটনাটি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। জাতীয় সড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা, বাধা দেওয়া, নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। তাঁর টলোমলো পায়ে এক ট্র্যাফিক পুলিশের স্কুটারে উঠে থানায় যাওয়ার দৃশ্যটি ভিডিয়োয় ধরা পড়েছে।

‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। তরুণীর আচরণের নিন্দা করে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে মনে করছেন তরুণী মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন। তবে হরিদ্বার পুলিশের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন