viral video of dehradun

দুর্ঘটনার আগে পার্টি, তার পরেই ট্রাকের সঙ্গে ধাক্কা! দেহরাদূনের ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিয়োটি দুর্ঘটনার কিছু ক্ষণ আগে ক্যামেরাবন্দি করা হয়েছিল, এমনটাই দাবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:০২

ছবি: সংগৃহীত।

১২ নভেম্বর এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন সাত জন তরুণ-তরুণী। একটি এসইউভি করে যাচ্ছিলেন সাত বন্ধু। ট্রাকের সঙ্গে ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সেই দুর্ঘটনা-কাণ্ডে নয়া মোড় সামনে এল। সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে প্রকাশিত সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে যে ক’জন ছিলেন, তাঁরা দুর্ঘটনার কিছু ক্ষণ আগেই মদ্যপান করেছিলেন। সমাজমাধ্যম এক্স হ্যান্ডল থেকে ‘বিনীত ত্যাগী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন তরুণ-তরুণী পার্টি করছেন। ভিডিয়োটি পোস্ট করে দাবি করা হয়েছে, তাঁরা সকলেই সেখানে বসে মদ্যপান করছিলেন। এক তরুণীকে সোফায় বসে একটি বোতল থেকে পানীয় ঢালতেও দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। তার পর তাঁরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। দুর্ঘটনার কিছু ক্ষণ আগেই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছিল বলে দাবি। দুর্ঘটনার ফলে ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সাত জনই ছাত্রছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় সিনার্জি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্ধেশ আগরওয়াল নামের এক ছাত্রকে।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছিল ১২ নভেম্বর রাত দেড়টা নাগাদ। দেহরাদূনের ওএনজিসি চকে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল ওই এসইউভির। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সাহারানপুরের আতশবাজি ব্যবসায়ী সুনীল আগরওয়ালের। ধনতেরাসের কয়েক দিন আগে তিনি গাড়িটি কিনেছিলেন। দুর্ঘটনার সময় তার ছেলে অতুলই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গাড়িটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পুলিশ রিপোর্ট অনুযায়ী, সে সময় গাড়ির গতিবেগ ১০০ কিমি ছিল বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন