viral video of tower

বিদ্যুতের খুঁটিতে চড়ে, ‘হাওয়ায় ভেসে’ উদ্দাম নাচ যুবকের! ভিডিয়ো দেখে শিউরে উঠল সমাজমাধ্যম

উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১৩-এ দুপুর দেড়টা নাগাদ একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন এক যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১২:২৫

ছবি: সংগৃহীত।

সুবিশাল বিদ্যুতের খুঁটি, আর তার মাথায় চড়ে বসে আছেন বছর চল্লিশের এক ব্যক্তি। শুধু বিদ্যুতের খুঁটির মাথায় উঠেই ক্ষান্ত হননি ওই ব্যক্তি। সেখানে বিপজ্জনক ভাবে নাচতেও দেখা যায় তাঁকে। পুলিশ ও দমকল আধিকারিকদের হস্তক্ষেপে দু’ঘণ্টা পর বিদ্যুতের খুঁটি থেকে নেমে আসেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। গত রবিবার উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১৩-এ দুপুর দেড়টা নাগাদ একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন ওই ব্যক্তি। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও। এক্স হ্যান্ডলে নিশান্ত শর্মা নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যদিও সেই ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রো স্টেশনের কাছে বিদ্যুতের খুঁটিতে উঠে ওই ব্যক্তি বিপদ উপেক্ষা করে তারের উপর নাচতে শুরু করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই কাণ্ড দেখে উৎসুক জনতার ভিড় জমতে থাকে এলাকায়। কেউ কেউ তাঁকে নীচে নামতে অনুরোধ করেন, আবার অনেকেই ফোনে ঘটনাটি ক্যামেরাবন্দি করতে শুরু করেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি মানসিক ভাবে বিপর্যস্ত । তবে তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভাইরাল ভিডিয়োয় সেই বিপজ্জনক আচরণ দেখে শিহরিত সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement
আরও পড়ুন