viral video

সন্তানধারণের জন্য স্বামীর থেকে ‘কর’! নেটপ্রভাবী তরুণীর দাবিতে শোরগোল

গর্ভে সন্তানধারণ করা এবং লালনপালন করার সময় বহু প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। এই কারণে স্বামীর কাছ থেকে ‘ক্ষতিপূরণ’ নিয়েছেন তরুণী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১০:৩৪
A husband pays her wife monthly woman tax as a form compensation for motherhood challenges

ছবি: সংগৃহীত।

গর্ভধারণ ও মাতৃত্বের জন্য শারীরিক ক্ষতি, আর সেই কারণে স্বামীর থেকে ক্ষতিপূরণ আদায় করলেন তরুণী। প্রতি দু’সপ্তাহ অন্তর স্বামীর থেকে ন’হাজার টাকা পান তিনি। ইংল্যান্ডের এক নেটপ্রভাবীর এই দাবিতে শোরগোল সমাজমাধ্যমে। সন্তানদের গর্ভে ধারণ করা এবং লালনপালন করার সময় বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে। এই কারণে স্বামীর কাছ থেকে ‘ক্ষতিপূরণ’ নিয়েছেন তরুণী। ক্যামিলা ডি রোজ়ারিয়ো নামের নেটপ্রভাবী তরুণীর এ-হেন দাবিতে বিতর্কের ঝড় উঠেছে নেটপাড়ায়। প্রতি দু’মাসে তাঁর হাতে যে টাকা আসে বছরের শেষে তার পরিমাণ দাঁড়ায় ২ লক্ষ ৬৩ হাজার টাকার বেশি। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে সেই অর্থ কী ভাবে খরচ করেন তার তালিকা তুলে ধরেছেন তরুণী। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

স্বামীর থেকে পাওয়া ওই ক্ষতিপূরণ নিয়ে কী করেন ক্যামিলা? ভিডিয়োয় তিনি জানিয়েছেন, দু’বার তাঁকে গর্ভধারণ করতে হয়েছে। গর্ভাবস্থায় তিনি প্রায় প্রতি দিন বমি করতেন। সন্তানের জন্মের সময় তাঁর অস্ত্রোপচার হয়। তিনি পেডিকিয়োর এবং মেনিকিয়োর করেন প্রতি মাসেই। সেই খরচ আসে ওই ‘ক্ষতিপূরণের’ টাকা থেকেই। যে দিন টাকা পান, সেই দিনটির জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই ক্ষতিপুরণকে ভিডিয়োয় ‘কর’ হিসাবে উল্লেখ করেছেন ক্যামিলা। কর দেওয়ার কথা শুনলে বহু পুরুষের কপালে ভাঁজ পড়তে পারে জেনেও ক্যামিলা প্রকাশ করেছেন আসল সত্যিটা। এই টাকা দেওয়ার প্রস্তাবটি নাকি তাঁর স্বামীরই। ক্যামিলা মনে করেন, মহিলাদের জীবনে প্রচুর ঝড় সহ্য করতে হয়। সেখানে অধিকাংশ পুরুষের জীবন তুলনামূলক কম ঝঞ্ঝাটের। তাই এই কর মহিলাদের প্রাপ্য বলে মনে করেন এই নেটপ্রভাবী।

Advertisement
আরও পড়ুন