viral video

ঘরেই ওত পেতেছিল চিরশত্রু, ডিম বাঁচাতে শিকারি বাজের নখের আঘাতে বেঘোরে মারা পড়ল মা -পায়রা

ঘরের মধ্যেই চিরশত্র্রুর হাতে প্রাণ দিতে হল একটি পায়রাকে। নিরীহ প্রাণীটি নিজের বাসায় ফিরতেই তার টুঁটি টিপে হত্যা করল একটি বাজপাখি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১০:৪৫
falcon attacks a pigeon

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘরেই ঘাপটি মেরে বসেছিল সাক্ষাৎ মৃত্যু। নিজের বাসায় ঢুকেই শত্র্রুর মুখোমুখি হতে হল পাখিটিকে। ঘরের মধ্যেই চিরশত্র্রুর হাতে প্রাণ দিতে হল একটি পায়রাকে। নিরীহ প্রাণীটি নিজের বাসায় ফিরতেই তার টুঁটি টিপে হত্যা করল একটি বাজপাখি। সেই মর্মান্তিক ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিয়োয়। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে সেই অবস্থানও সুস্পষ্ট নয় ভিডিয়োয়। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির জানলার ফাঁকা অংশে বাসা বেঁধেছিল একটি পায়রা। সেই বাসায় ছিল বেশ কয়েকটি ডিমও। কোনও কারণে ডিম রেখে বাসার বাইরে চলে গিয়েছিল পায়রাটি। সেই সুযোগে বাসায় অনুপ্রবেশ করে একটি বাজ। ভিডিয়োয় দেখা গিয়েছে ডিমগুলির উপর বসে রয়েছে বাজটি। ঘরে অনাহূত অতিথিকে দেখে বেশ অবাকই হয় পায়রাটি। বাসার সামনে এসে প্রাণের মায়া না করেই ডিমগুলি খোঁজার চেষ্টা করে প্রাণীটি। আর সেটি হয় মারাত্মক ভুল। মুহূর্তের মধ্যেই পায়রাটি মুখটি কামড়ে ধরে বাজটি। আক্রমণের মুখে পড়ে ডানা ঝাপটাতে থাকে শান্ত পাখিটি। ধারালো ঠোঁট ও তীক্ষ্ণ নখ দিয়ে পাখটিকে টেনে ঘরের বাইরে নিয়ে আসে বাজটি। প্রবলভাবে ডানা ঝাপটে ছটফট করে মুক্তি পেতে যায় পায়রাটি। ঘরের কার্নিস থেকে তাকে ঝুলিয়ে রেখে দেয় শিকারি বাজ। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।

এক্সের ‘নেচার ইজ় ব্রুটাল’ নামের একটি হ্যান্ডল থেকে ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে। এটি একটি সিসিটিভি ভিডিয়ো। ভিডিয়োটি ২০২৩ সালে তোলা হলেও ২০ মার্চ ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ৬ লক্ষ বার দেখা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া দিয়েছেন। ৫ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন ভিডিয়োটি।

Advertisement
আরও পড়ুন