Viral Video

‘মেরা নাম চিন চিন চু’, গীতা দত্তের গানের সঙ্গে নেচে চমকে দিলেন ৮২ বছরের ‘তরুণী’

ছবিতে গানের দৃশ্যে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী হেলেন। মঞ্চে এই গানের সঙ্গেই নাচ করতে দেখা গেল ৮২ বছরের বৃদ্ধাকে। খালি পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে নাচ করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১১:১০
82 year old woman dances on Mera naam chin chin chu caught attention of everyone

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পরনে সাদা ফ্রক। তার উপর নীলের ছোঁয়া। রংমিলান্তি করে মাথায় সাদা-নীল স্কার্ফ বেঁধে নাচ করছেন ৮২ বছরের এক বৃদ্ধা। কখনও কাগজ দিয়ে নাচের সঙ্গে ছন্দ মিলিয়ে নিজেকে হাওয়াও করছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘হম.কালাকার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, গীতা দত্তের গাওয়া একটি গানের সঙ্গে ছন্দ মিলিয়ে নাচ করছেন ৮২ বছরের এক বৃদ্ধা। ১৯৫৮ সালে মুক্তি পাওয়া ‘হাওড়া ব্রিজ’ ছবিতে ‘মেরা নাম চিন চিন চু’ নামে একটি গান গেয়েছিলেন গীতা দত্ত। ছবি মুক্তি পাওয়ার পরেই গানটি জনপ্রিয় হয়ে ওঠে। ছবিতে এই গানের দৃশ্যে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী হেলেন। মঞ্চে এই গানের সঙ্গেই নাচ করতে দেখা গেল ৮২ বছরের বৃদ্ধাকে। খালি পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে নাচ করছেন তিনি। বৃদ্ধার মধ্যে যেন তরুণী তরুণী ভাব।

ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক নেটাগরিক বলেছেন, ‘‘এই বয়সেও তিনি কত সুস্থ-সবল তা দেখেই অবাক হচ্ছি।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘মনের জোর থাকলে সব কিছুই সম্ভব।’’

Advertisement
আরও পড়ুন