Bizarre

বৃদ্ধাশ্রমে গিয়ে প্রেমিক খোঁজেন! অর্থের বিনিময়ে জড়িয়ে পড়েন সম্পর্কেও, কটাক্ষের শিকার তরুণী

বৃদ্ধদের কাছ থেকে এর পরিবর্তে অর্থও নেন তিনি। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে মানসিক এবং শারীরিক সম্পর্ক বজায় রেখে আনন্দ পান টিফানি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৩:৫৫

—ছবি: সংগৃহীত।

সমবয়সি তরুণদের সঙ্গে সম্পর্কে জড়ালেও সেখানে মন থিতু হয় না তরুণীর। সে তুলনায় বৃদ্ধদের সঙ্গে সম্পর্কে জড়ালে সুখী থাকেন তিনি। তাই ডেটিং অ্যাপ ছেড়ে তিনি মাঝেমধ্যেই চলে যান বৃদ্ধাশ্রমে। ৭০ থেকে ৮০ বছর বয়সি কোনও বৃদ্ধকে পছন্দ হলে তাঁকে বৃদ্ধাশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে যান। তাঁর সঙ্গে বেশ কিছু দিন সম্পর্কে থাকেন। তরুণী তাঁর এই অনুভূতিকে পেশায় পরিণত করে ফেলেছেন। এখন তিনি অর্থের বিনিময়ে সম্পর্কে থাকেন। সমাজমাধ্যমের পাতায় বৃদ্ধ প্রেমিকদের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেন তিনি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম টি‌ফানি। আমেরিকার উইসকনসিনের বাসিন্দা তিনি। নিজের বয়সের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি বয়সের ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়াই নেশা টিফানির। সেই নেশাকেই পেশায় পরিণত করে ফেলেছেন তরুণী। বৃদ্ধাশ্রমে গিয়ে কোনও বৃদ্ধের সঙ্গে আলাপ করে ভাল লাগলে তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন টিফানি। সেই বৃদ্ধের কাছ থেকে তার পরিবর্তে অর্থও নেন তিনি।

বয়স্ক ব্যক্তিদের সঙ্গে মানসিক এবং শারীরিক সম্পর্ক বজায় রেখে আনন্দ পান টিফানি। এমনটাই দাবি তাঁর। তবে এই পেশার কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। নেটাগরিকদের অধিকাংশের দাবি, অর্থের বিনিময়ে সম্পর্কে থাকার মধ্যে আদতে কোনও ভালবাসা নেই। সবই তরুণীর অভিনয়। তবে তরুণী তা অস্বীকার করেছেন। তাঁর মতে, ভালবেসেই সকলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

Advertisement
আরও পড়ুন