মহিলাদের জন্য প্রকল্প তাঁদের জন্য মোটেই কোনও ‘দান নয়’, বরং তাঁদের প্রাপ্য়। ২০১৪ পর্যন্তও মহিলাদের নানাবিধ ইস্যু সে ভাবে উঠে আসত না নির্বাচনে। যে কোনও কল্যাণকামী রাষ্ট্রের সেটাই উদ্দেশ্য হওয়া উচিত, আনন্দবাজার অনলাইনের স্টুডিয়োয় এসে বললেন সীমন্তিনী মুখোপাধ্যায়।