Bangladesh Unrest

উৎসব করে ভাঙা হচ্ছে মুজিবের মূর্তি! বঙ্গবন্ধুর দেখানো পথ কি আজ বাংলাদেশেই তামাদি?

যে মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ, সেই দেশেই প্রবল উৎসাহ উদ্দীপনায় ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি। আগুনে পুড়ে ছাই ধানমন্ডিতে মুজিবের সংগ্রহালয়। কিন্তু কেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ২০:০২
Advertisement

’৭১-এর ৭ মার্চ মুজিব তর্জনী উঁচিয়ে স্বাধীনতা ঘোষণা করে বলেছিলেন, ‘‘রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে আমি প্রস্তুত।’’ তার পর পদ্মা, তিস্তা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। বাংলাদেশও বদলে গিয়েছে পুরোপুরি। সেই বদল এতটাই প্রবল যে, ৫ অগস্ট বাংলাদেশ জুড়ে চলল বঙ্গবন্ধুর স্মৃতিধ্বংসের দক্ষযজ্ঞ। হর্ষোল্লাসের মধ্যে দিয়ে উপড়ে ফেলা হল মুজিবের পূর্ণাবয়ব মূর্তি। যে দৃশ্য দেখতে-দেখতে সাদ্দাম হোসেনের কথা মনে পড়ে যাচ্ছিল বার বার। রমনা ময়দানে মুজিবের সেই বক্তব্যের হাত ধরে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধের, সাড়ে পাঁচ দশক পর সেই বৃত্তটিই সম্ভবত সম্পূর্ণ হল। যদিও এ সমাপতন হৃদয়ভঙ্গের। এ সমাপতন একটি জাতির ভোলবদলেরও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement