Ayodhya Lok Sabha Election Results

রামলালার আপন দেশে ভোটের ফল সর্বনেশে! অযোধ্যায় কেন হারল বিজেপি?

ফৈজ়াবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত অযোধ্যা। খোদ রামমন্দিরের কেন্দ্রেই হার বিজেপির। কেন? ব্যাখ্যায় উত্তরপ্রদেশের বর্ষীয়ান সাংবাদিক সুমন গুপ্ত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ফৈজাবাদ শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৬:৩১
Advertisement

‘রাম’-এর উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চেয়েছিল বিজেপি। পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে একাধিক নির্বাচনী জনসভায়, দলের সাফল্যের খতিয়ানে রামমন্দির নির্মাণকে তুলে ধরেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ জুনের ফল স্পষ্টই বলে দিয়েছে, ভোট জোগাড়ে ব্যর্থ ‘রামমন্দির’। যে অযোধ্যাকে কেন্দ্র করে সেই ১৯৮৯ থেকে বিজেপি তথা হিন্দুত্ব শিবিরের রামজন্মভূমি আন্দোলন, সেই অযোধ্যার লোকসভা কেন্দ্র ফৈজ়াবাদেই হেরেছেন বিজেপি প্রার্থী লাল্লু সিংহ। দু’বারের সাংসদকে প্রায় ৫৫ হাজার ভোটে পর্যুদস্ত করে জয়ী সমাজবাদী পার্টির তফসিলি প্রার্থী অবদেশ প্রসাদ। ‘রামরাজ্য’-এ কেন মুখ থুবড়ে পড়ল মোদী-যোগীর দল? ব্যাখ্যায় ফৈজ়াবাদের ‘জনমোর্চা’ পত্রিকার সম্পাদক সুমন গুপ্ত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement