কমলার বিদায়েও হোয়াইট হাউসে ভারত, আমেরিকার প্রথম হিন্দু সেকেন্ড লেডি, কে এই ঊষা ভ্যান্স?
আমেরিকার আগামী ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর স্ত্রী তেলুগু ব্রাহ্মণ ঊষা। ঊষার সৌজন্যেই হোয়াইট হাউসে ফের ‘দেশি কানেকশন’।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:৩৮
Advertisement
আমেরিকার ভাবী ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী। জন্মসূত্রে তেলুগু ব্রাহ্মণ। তাঁর সৌজন্যেই আমেরিকার শাসনের অন্দরমহলে ভারতীয় মশলার গন্ধ। মাংস-আলুতে বড় হওয়া জেডির জিভকেও ভারতীয় নিরামিষ স্বাদে বশ করেছেন তিনি। কে এই ঊষা চিলুকুরি ভ্যান্স?