Lawrence Bishnoi

ছাত্রনেতা থেকে গ্যাংস্টার, ভগৎ সিংহের ‘ফ্যান’, চিনে নিন লরেন্স বিশ্নোইকে

মুম্বইয়ে বাবা সিদ্দিকির খুনের নেপথ্যে নাকি তিনিই। কানাডা সরকারের দাবি, তাঁর গ্যাংকে ব্যবহার করে সে দেশে খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুন করেছে ভারতীয় গুপ্তচর সংস্থা। কী ভাবে উত্থান গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২০:০৬
Advertisement

২০১০ সালে ছাত্র রাজনীতি করতে করতেই অপরাধ জগতে প্রবেশ। গত কয়েক বছরে পঞ্জাবি গায়ক-রাজনীতিক সিধু মুসেওয়ালা থেকে শুরু করে আরও অনেক বড় খুনের মামলায় অভিযুক্ত তিনি। ২০১৫ সাল থেকে জেলবন্দি। জেল থেকেই নাকি তিনি ৭০০ ‘শার্পশুটারে’র গ্যাং চালাচ্ছেন। জেলে বসেই হুমকি দিয়েছিলেন সলমন খানকে। সম্প্রতি বাবা সিদ্দিকির খুনেও নাকি সেই সলমন-যোগ। ভারত-কানাডা সম্পর্কের অবনতির নেপথ্যেও ঘুরেফিরে এসেছে তাঁর নাম। কে এই লরেন্স বিশ্নোই?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement