Bangladesh Students Protest Explained

অশান্ত বাংলাদেশের নেপথ্যে কি শুধুই সংরক্ষণ, ‘রাজাকার’ স্লোগান কি নয়া রাজনীতির ইঙ্গিত দিচ্ছে?

রবিবারই বাংলাদেশের সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ধার্য ৩০ শতাংশ সংরক্ষণকে ৫ শতাংশে নামিয়ে এনেছে। তার পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে পড়ুয়ারা অনড় বলেই খবর। কোন রাজনীতি দেখছে ঢাকা-রাজশাহীর রাজপথ?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৪ ০৯:৩৫
Advertisement

জুন থেকেই শুরু হয়েছিল। জুলাইয়ের কোটা-বিরোধী আন্দোলনে জ্বলছে সারা বাংলাদেশ। ৬৪টি জেলার ৪৭টিতেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, শাসকদল আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে প্রাণ হারিয়েছেন দেড়শোরও বেশি আন্দোলনকারী নাগরিক। ‘আমরা কারা, রাজাকার’ স্লোগান তোলা পড়ুয়ারা পাল্টা হাসিনা সরকারকে ‘স্বৈরাচারী’ বলে দাগিয়েছেন। জেল ভেঙে বার করে দেওয়া হয়েছে বন্দিদের। আক্রান্ত হয়েছে সরকারি টিভি চ্যানেলেন দফতর। সব মিলিয়ে অভ্যুত্থানের চেহারা নিয়েছে বাংলাদেশের সংরক্ষণ বিরোধী বিক্ষোভ। পড়ুয়াদের এই আন্দোলন কোন রাজনীতির ইঙ্গিত বহন করছে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement