প্রকৃতিবান্ধব সরঞ্জামে তৈরি মণ্ডপে ভরপুর রাজস্থানি ছোঁয়া
অবসরের পুজোর থিমে এক টুকরো রাজস্থান
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৪:৩৫
Advertisement
দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে
অন্যতম ভবানীপুরের অবসরের পুজো। তাদের এ বছরের থিম মহল্লা। রাজস্থানের মহল্লা
ঐতিহ্য উঠে এসেছে অবসরের পুজোর থিমে। প্রতিমাতেও রয়েছে রাজস্থানি ছোঁয়া। মণ্ডপ
জুড়ে রয়েছে পটচিত্রের মাধ্যমে রাজস্থানি ইতিহাসের বর্ণনা।