শাক হোক বা প্রদীপ, ১৪টাই চাই! ভূত চতুর্দশীর প্রিয় সংখ্যার নেপথ্যে কোন রহস্য?
চোদ্দো শাক কেন? চোদ্দো প্রদীপ জ্বালানোর কারণ কী? হিন্দু বিশ্বাসে কি ওই সংখ্যার বিশেষ কোনও মাহাত্ম্য রয়েছে?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৭:০১
Advertisement
চোদ্দো শাকের নাম জানেন? না জানলেও অবশ্য কালীপুজোর আগের দিনের বাজারের ফর্দে চোদ্দো শাক থাকবেই। আর সন্ধ্যায় চোদ্দো পিদিম। ভূত চতুর্দশীর সঙ্গে জুড়ে আছে চোদ্দো পুরুষের গল্পও। এত চোদ্দো কেন? ওই সংখ্যার কি বিশেষ কোনও মানে রয়েছে হিন্দু বিশ্বাসে?