Buddhadeb Bhattacharjee Death

পাম অ্যাভিনিউয়ে ভিড় রাজনীতিকদের, বুদ্ধ-স্মরণে ভাঙল দলীয় বেড়া

সিপিএমের উপরের সারির নেতারা তো আছেনই। সকাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন তৃণমূল-কংগ্রেসের নেতানেত্রীরাও।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৭:১৬
Advertisement

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের দু’কামরার ফ্ল্যাটে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল থেকেই তাঁর ফ্ল্যাটের সামনে ভিড় জমিয়েছেন সিপিএমের নানা স্তরের নেতাকর্মীরা। এসেছেন তৃণমূল এবং কংগ্রেসের নেতাকর্মীরাও। দুপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুদ্ধ-তনয় সুচেতনকে পাশে নিয়ে মমতা বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণার কথা জানান। মমতা বেরিয়ে যাওয়ার পরই আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্য বিজেপি নেতৃত্বও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement