kalipuja

চঞ্চলা কালীকে বেঁধে রাখা হয় পাটের শিকলে! চেতলার এই পুজোর সঙ্গে জড়িয়ে ডাকাতের ইতিহাস

চেতলায় কালীর পাদদেশে রয়েছেন মহাদেব। আর বেদিতে রয়েছে অসুরমুণ্ড।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৩০
Advertisement

চেতলার ডাকাত কালী। কলকাতার খ্যাতনামা ডাকাত কালী পুজোগুলির মধ্যে অন্যতম একটি শহিদ স্মৃতি সংঘের পুজো। চেতলার এই শহিদ স্মৃতি সংঘ ব্যায়ামাগার প্রতিষ্ঠা হয় ১৯৬৮ সালে। এখানে পুজো হচ্ছে ৪৮ বছর ধরে। লোকমুখে শোনা যায়, চেতলার এই ডাকাত কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নীলু ভুলু ডাকাতের ইতিহাস। জনশ্রুতি রয়েছে, এক বার নাকি তারকেশ্বর যাওয়ার পথে মা সারদাকে ধরে, বেঁধে রাখেন এই নীলু এবং ভুলু। পরে মা সারদার মধ্যেই দেবী কালীকে দেখেছিলেন তাঁরা। অনেকে আবার বলেন, এই কালী মন্দিরের সঙ্গে যোগ রয়েছে সিঙ্গুরের রঘু ডাকাতের। শিকলে বাঁধা রঘু ডাকাতের কালীর বিগ্রহের অনুকরণেই চেতলায় শিকল পরিয়ে রাখা হয় দেবীকে। ডাকাত কালীর পুজোর অনুকরণেই চেতলায়ও বলি হয়। তবে সেটা চালকুমড়ো, ঝিঙে ইত্যাদি। সহজ করে বললে, এখানে সব্জি বলির চল রয়েছে। চেতলায় কালীর পাদদেশে রয়েছেন মহাদেব। আর বেদিতে রয়েছে অসুরমুণ্ড। আগে মাটির প্রতিমায় পুজো হলেও এখন সিমেন্টের প্রতিমা গড়ে দেবীকে প্রতিষ্ঠিত করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement