‘কলকাতায় এলে কালীঘাটে পুজো না দিয়ে ফিরি না’, শহরে ছবির প্রচারে এসে বললেন বিদ্যা বালন
'আমি যে তোমার' গানে বিদ্যা বালন ও মাধুরীর পারফরমেন্স সমাজ মাধ্যমে ভাইরাল। পারফরমেন্স-এ বিদ্যার পড়ে যাওয়া প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় মুখ খুললেন অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২১:০০
Advertisement
দীপাবলিতেই চেনা অবতারে ফিরছেন মঞ্জুলিকা। ভুলভুলাইয়া থ্রি ফ্রাঞ্চাইজির নতুন হরর ছবি নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে। বুকিংও শুরু হয়ে গিয়েছে। ঠিক তার আগে কলকাতায় এলেন ছবির দুই তারকা বিদ্যা বালন ও কার্তিক আরিয়ান।