Nandigram

আবারও শিরোনামে নন্দীগ্রাম! সমবায় ভোট ঘিরে হাতাহাতিতে জড়াল তৃণমূল-বিজেপি, উত্তেজনা চরমে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশবাহিনী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৪৮
Advertisement

আবারও শিরোনামে নন্দীগ্রাম। সমবায় ভোট ঘিরে আবার উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুক্রবার তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তীব্র উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের ভেকুটিয়ায়। শুক্রবার দফায় দফায় দু’পক্ষের মারামারিতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, এক বিজেপি কর্মী-সমর্থকের মাথা ফেটেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশবাহিনী। লাঠিচার্জ করে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement