Shahrukh Khan

শাহরুখ-দীপিকা বেশরম, ‘পাঠান’ প্রেক্ষাগৃহে এলে আগুন জ্বালিয়ে দেব: রাজু দাস মহন্ত

মুক্তির আগেই ‘পাঠান’ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৭:০৩
Advertisement

‘পাঠান’ ছবির ‘বেশরম’ গানের দৃশ্য দেখে তা প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধের নির্দেশ দিলেন অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের পুরোহিত রাজু দাস মহন্ত। তিনি জানান তাঁর আদেশ অমান্য করে যে সব প্রেক্ষাগৃহে এই ছবি দেখানো হবে সেই সব প্রেক্ষাগৃহে জ্বালিয়ে দেওয়া হবে। মুক্তির আগেই ‘পাঠান’ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ছবির টিজার প্রকাশ্যে আসতেই এই ছবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি এই ছবির ‘বেশরম রং’ নামক একটি গান মুক্তি পেয়েছে। এর পরেই শুরু হয়েছে ‘পাঠান’ নিয়ে তীব্র সমালোচনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement