ছোটপর্দায় কেরিয়ার শুরু করেছিলেন নায়িকা। বড়পর্দায় পা রাখতেই তিনি হিট। এখন তাঁকে ‘কিশোরী’ বলেই বেশি ডাকছেন দর্শক। তিনি ইধিকা পাল। ঈদে মুক্তি পেল শাকিব খানের বিপরীতে তাঁর ছবি ‘বরবাদ’। ‘রঘু ডাকাত’ ছবিতেও থাকছে তাঁর উজ্জ্বল উপস্থিতি। আবার সদ্য ‘খাদান’ ছবির একশো দিন পেরোল। উদযাপনে হাজির হয়ে ‘খাদান’ টিমের সঙ্গেই কেক কেটে নিজের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কাটালেন তিনি।