উমরকে কতটা মিস্ করেন? ছোট থেকে বড়— নানা আদালতের দোরে দোরে ঘুরেও জামিন মেলেনি। হতাশ লাগে? উমর খালিদের বান্ধবী জানাচ্ছেন, দেশের বিচারব্যবস্থা, গণতন্ত্রের উপর তাঁর আস্থা অটুট। প্রশ্নও ছুড়ে দিচ্ছেন, পাঁচ-ছ’ বছর পর যদি উমর এবং দিল্লি হিংসায় ষড়যন্ত্রের মামলায় বাকিদের মুক্তি দেওয়া হয়, তা হলেও কি বলা যাবে ন্যায়বিচার হল? এতগুলো বছর বিনা বিচারে বন্দি থাকার দাম কে দেবে? আজও শুনানি শুরু হয়নি। সেটা কি ন্যায়বিচার অস্বীকার করা নয়?