Covishield

‘পার্শ্বপ্রতিক্রিয়া থাকেই, উদ্বিগ্ন হবেন না, প্রতিষেধক নিন’, কোভিশিল্ড বিতর্কে পরামর্শ চিকিৎসকের

ভারতে কোভিশিল্ডের কারণে ‘টিটিএস’-এর মতো রোগের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি: সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৭:০৯
Advertisement

করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, আদালতে স্বীকার ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থার। ‘অ্যাস্ট্রোজ়েনেকা’ জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তৈরি করোনা টিকা নেওয়ার কারণে ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ নামের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ভারতে বহুল ব্যবহৃত কোভিশিল্ড টিকা তৈরি করেছিল এই ‘অ্যাস্ট্রোজ়েনেকা’। দেশে যা উৎপাদন করেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। ভারতে করোনা প্রতিষেধক হিসেবে কোভিশিল্ডের ব্যবহারে অনুমোদন দিয়েছিল খোদ নরেন্দ্র মোদীর সরকার।

Advertisement

ব্রিটেনে ‘অ্যাস্ট্রোজ়েনেকা’-র বিরুদ্ধে কম করে ৫১টি মামলা দায়ের হয়েছে। আদালতে ‘অ্যাস্ট্রোজ়েনেকা’ স্পষ্ট করেই জানিয়েছে খুব কম ক্ষেত্রে হলেও কোভিশিল্ড ‘টিটিএস’-এর মতো মারণরোগের কারণ হতে পারে। যদিও সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত এমন কোনও ঘটনা ঘটেনি, যেখানে কোভিশিল্ড নেওয়ার কারণে রোগীর দেহে ‘টিটিএস’-এর মতো রোগের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। চিকিৎসক কৌশিক চৌধুরীর পরামর্শ, সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকেই, তবে প্রতিষেধক নেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement