Ami Shah

শাহি মঞ্চে বঞ্চিতদের জায়গা নেই! ‘প্রোটোকল’, যুক্তি সুকান্তের, পাল্টা আক্রমণে কুণাল

‘কলকাতা চলো’ কর্মসূচিতে রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে সরব হবে বিজেপি।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ২২:০১
Advertisement

ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভায় তিনটি মঞ্চ। মূল মঞ্চ থেকেই বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তিন মঞ্চে সাংসদ, বিধায়ক এবং রাজ্য নেতাদের জায়গা সুনিশ্চিত হলেও ‘ঠাঁই’ হবে না বঞ্চিতদের। অভিযোগ পত্র জমা দেওয়ার জন্য যে ‘ড্রপ বক্স’ রাখা হবে, বঞ্চিতরা সেখানে নিজেদের অভিযোগ জমা করার সুযোগ পেলেও মঞ্চে যাওয়ার সবুজ সঙ্কেত তাঁদের দেওয়া হয়নি। রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য, বঞ্চিতদের নিয়ে প্রতিবাদ সভা করা হচ্ছে। ‘কলকাতা চলো’ কর্মসূচিতে রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে সরব হবে বিজেপি। তাঁর দাবি, লক্ষ লক্ষ বঞ্চিত আসবেন, তাঁদের সভায় যোগ দেবেন। সবাইকে মঞ্চে জায়গা দেওয়া সম্ভবই নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে প্রধান বক্তা সেখানে ‘প্রোটোকল’ মেনেই সভা করতে হবে। সমালোচনা করে তৃণমূল মুখপাত্রের বক্তব্য, তিনটি মঞ্চ আসলে গোষ্ঠী ‘বিভাজনের ফল’। “অভিযোগ পত্র জমা দেওয়ার বাক্সে সবার আগে অভিযোগ জমা করবেন অনুপম হাজরা নিজে”, কটাক্ষ কুণালের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement