Transgender Rights

শিক্ষা-চাকরিতে ‘সংরক্ষণ’, মাদ্রাজ় হাই কোর্টে ‘ট্রান্সজেন্ডার কমিউনিটি’র জয়

দীর্ঘ দিনের দাবি, শিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে ‘সংরক্ষণ’ আদায় করল ‘ট্রান্সজেন্ডার কমিউনিটি’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ২০:০০
Advertisement

রূপান্তরিতদের দেখতে হবে বিশেষ নজরে। তাঁদের কোনও ভাবেই ‘মহিলা’ অথবা ‘পুরুষ’, এই দুই লিঙ্গের অন্তর্ভুক্ত করা যাবে না। বিশেষত শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে ‘ট্রান্সজেন্ডার’ বা রূপান্তরিতদের রাখতে হবে ‘স্পেশাল ক্যাটাগরি’ অর্থাৎ বিশেষ শ্রেণিতে, তামিলনাড়ুর সরকারকে এমনই নির্দেশ দিয়েছে মাদ্রাজ় হাই কোর্ট।

Advertisement

মাদ্রাজ় আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ‘ট্রান্সজেন্ডার কমিউনিটি’। আদালতের এই রায়ের নেপথ্যেও রয়েছেন এক জন রূপান্তরিত। ২০১৭ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় বিশেষ সংরক্ষণের দাবি জানিয়ে তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের কাছে আবেদন করেছিলেন আর অনুশ্রী। তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন তা অগ্রাহ্য করলে তিনি আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় রূপান্তরিতদের পক্ষেই রায় দিল মাদ্রাজ আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement