Anjan Dutta Interview

‘আজ বেলার সঙ্গে দেখা হলে বলব, ভুল লোককে বিয়ে করে চলে গিয়েছ,’ নির্দ্বিধায় বললেন অঞ্জন দত্ত

নিজের লাভের জন্য দর্শক হারাতে চান না তিনি। অঞ্জন দত্তর মতে, ‘ভুল যদি করে থাকি, আর তা স্বীকার না করি, তাহলে আমি আমার দর্শক হারাব। আমার শ্রোতা ও দর্শকদের বেশিরভাগই বুদ্ধিমান।’

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৪ ২০:৫০
Advertisement

টলিউডে ব্য়োমকেশ ফ্র্যাঞ্চাইজ়ি শুরু করেছিলেন যিনি, সেই অঞ্জন দত্তই আর ব্যোমকেশ নিয়ে ছবি করতে চান না। তাঁর কথায়, “আমি নিজের জায়গায় একই আছি, নিজের ধরন নিয়ে কাজ করে যাব। সবাই মিলে ব্যোমকেশ বানাচ্ছে। নিজের ধারার গল্প বলব।” এ বার তাহলে কী করবেন? আনন্দবাজার অনলাইনের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “থিয়েটার করব। এরপর সামাজিক একটি গল্প বলার ইচ্ছে রয়েছে। আমি নিজের টাকায় ছবি করব।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement