অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ‘সাময়িক’ দ্বন্দ্ব মিটেছে। ‘এক’ হল টলি-পরিবার। বিবাদ মিটিয়ে কাজে ফিরলেন পরিচালক এবং টেকনিশিয়ানরা। তবে যা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত, সেই বিতর্কিত পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে কী বক্তব্য টেকনিশিয়ানদের, ধোঁয়াশা কিন্তু রয়েই গেল।