অধিনায়ক বদলে ফেলল চেন্নাই সুপার কিংস। কনুইয়ে চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। নেতৃ্ত্বে এলেন মহেন্দ্র সিংহ ধোনি। ৪৩ বছর বয়সে সিএসকে সেনাপতি হয়ে আইপিএলের সব চেয়ে ‘বুড়ো’ অধিনায়ক হওয়ার নজির গড়লেন এমএসডি। ১৮ বছরের আইপিএলে ১০ বার ফাইনালিস্ট, ৫ বার চ্যাম্পিয়ন— কোটিপতি ক্রিকেট লিগে এমন সাফল্যের দৃষ্টান্ত আর কোনও ক্রিকেটারের নেই।